শ্রীপুরে আগুনে পুড়ে গেল সুতা উৎপাদনের কারখানা, আহত ১

91

গাজীপুর প্রতিনিধি  : গাজীপুরের শ্রীপুরে একটি সুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামে বিসমিল্লাহ স্পিনিং নামের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে। তবে শ্রীপুর ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে গিয়ে কারখানা মালিক নজরুল ইসলামের ছেলে মো. লিখন সামান্য আহত হয়েছেন। পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। কারখানার মালিক নজরুল ইসলাম উপজেলার টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা।

মো. আশরাফুল আলম নামের স্থানীয় এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, নজরুল ইসলাম ছোট পরিসরে যন্ত্রাংশ বসিয়ে কারখানাটি চালু করেছিলেন। আজ সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ ওই কারখানায় আগুন লাগে। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। সোয়া এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার কর্মী মো. রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে সময় কারখানা চালু ছিল। তবে কোনো কর্মী হতাহত হননি। টিন দিয়ে তৈরি ওই কারখানার অধিকাংশ মালামাল পুড়ে গেছে। গুদামে রাখা তুলা পুড়ে গেছে। পাশের কক্ষে ছিল সুতা উৎপাদনের যন্ত্রপাতি। দুর্ঘটনার সময় কিছু মালামাল বাইরে আনা গেলেও বেশির ভাগই পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রাকিব বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।