ফুলকি ডেস্ক : শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নেইমারের সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে। ক্যারিয়ারের নতুন অধ্যায়ে ব্রাজিলের এই সুপারস্টার ফের নিজের ঘরেই স্বপ্ন পূরণের পথে হাঁটছেন, যেখানে থাকছেন অন্তত ২০২৬ সাল পর্যন্ত।
চুক্তি নবায়নের পর দেওয়া বার্তায় নেইমার বলেন, ২০২৫ সাল ছিল তার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং সময়। আনন্দের পাশাপাশি নানা বাধা পেরোতে হয়েছে তাকে। সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই এসব কঠিন মুহূর্ত পার করতে শক্তি জুগিয়েছে বলে জানান তিনি। নেইমারের ভাষায়, সান্তোসই তার প্রকৃত ঠিকানা—যেখানে তিনি নিরাপদ, স্বস্তিতে এবং সুখী বোধ করেন। এখানেই বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চান এই ফরোয়ার্ড।
৩৩ বছর বয়সী নেইমার চলতি বছরের জানুয়ারিতে ইউরোপ ছেড়ে ফিরে আসেন সান্তোসে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি দলকে শীর্ষ লিগে ধরে রাখাও ছিল বড় লক্ষ্য। মৌসুমের শেষভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রেলিগেশন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তবে ইনজুরির দুঃসময় পুরোপুরি পিছু ছাড়েনি। গত ২২ ডিসেম্বর সান্তোস নিশ্চিত করে, হাঁটুর পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমারকে। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে তার এসিএল ছিঁড়ে যায়। এরপর থেকে আর জাতীয় দলের জার্সিতে নামা হয়নি তার।
এর মধ্যেও স্বপ্ন ছাড়ছেন না নেইমার। লক্ষ্য একটাই—সম্পূর্ণ ফিট হয়ে আগামী বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিও স্পষ্ট করে জানিয়েছেন, পুরোপুরি সুস্থ থাকলেই দলে জায়গা পাবেন এই তারকা।
২০২৫ সালের শুরুতে সান্তোসে যোগ দিয়ে নেইমার মোট ৩৪ ম্যাচে মাঠে নেমে ১১ গোল করেন। মৌসুমের শেষ দিকে তার ধারাবাহিক পারফরম্যান্স শীর্ষ লিগে দলের অবস্থান নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। নতুন মৌসুমে আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে মাঠে নামবে সান্তোস। এরপর ২৮ জানুয়ারি শাপেকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি আ-তে লিগ অভিযান শুরু করবে দলটি।
