বৃহস্পতিবার, 8 জানুয়ারী 2026
MENU
#
হাদিসের ভাষায় সবচেয়ে উত্তম দোয়া
daily-fulki

হাদিসের ভাষায় সবচেয়ে উত্তম দোয়া


ফুলকি ডেস্ক : মানুষ স্বভাবজাতভাবেই কল্যাণের অন্বেষী। সে চায় নিরাপত্তা, স্বস্তি ও সফলতা; অন্তত নিজের জীবনের প্রশ্নে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে একজন মুমিনের কল্যাণবোধ কেবল পার্থিব স্বার্থে সীমাবদ্ধ থাকে না; তার দৃষ্টি বিস্তৃত থাকে দুনিয়া ও আখিরাত উভয় জীবনের সাফল্যের দিকে।  কারণ রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে শুধু ধন-সম্পদ বা দীর্ঘ জীবনের দোয়া শেখাননি; বরং এমন দোয়া শিক্ষা দিয়েছেন, যেখানে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি একসূত্রে গাঁথা।


এই প্রেক্ষাপটে তিনি আমাদেরকে যে দোয়াটি শিখিয়েছেন, তা দুনিয়া ও আখিরাতের সর্বাঙ্গীণ কল্যাণ কামনার এক অনন্য প্রকাশ। দোয়া হলো-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, মানুষ যত দোয়া করে তম্মোধ্যে এর চেয়ে উত্তম কোনো দোয়া নেই।


(ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫১)

সর্বাধিক পঠিত