মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় রস ছাড়াই ভেজাল গুড় তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে পরিচালিত অভিযানে গুড় তৈরির সরঞ্জাম, চুলা, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন - ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের (অতিরিক্ত দায়িত্ব) সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে কোকিল উদ্দিন ও তার স্ত্রীকে রস ছাড়াই গুড় তৈরি করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরে চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন।
অভিযোগ স্বীকার করে কোকিল উদ্দিনের স্ত্রী জানান, মাঝে মাঝে ১০ কেজি করে রস ছাড়া গুড় তৈরি করে বাজারে বিক্রি করতেন। তবে কোকিল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন বলেন, “আমার বাবা-মা আলাদা সংসারে থাকেন। আমি আলাদাভাবে পরিবার নিয়ে থাকি। আমার মা ভবিষ্যতে আর ভেজাল গুড় তৈরি করবেন না।”
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন,“রস না থাকলেও কোকিল নিয়মিতভাবে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যেই এসব ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। অভিযানে আমরা গুড় তৈরির সরঞ্জাম, চিটাগুড় ও প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করেছি।”
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
