শনিবার, 20 ডিসেম্বর 2025
MENU
#
গাজীপুরে কার্টন তৈরির কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
daily-fulki

গাজীপুরে কার্টন তৈরির কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের পূবাইল থানার বসুগাঁও এলাকায় কার্টন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে দিশারী কম্পোজিট লিমিটেড কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামে কার্টন তৈরির কারখানায় আগুন লাগে।


মুহূর্তের মধ্যে পু্রো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বিপুল পরিমাণ কার্টন ও তৈরির কাঁচামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

সর্বাধিক পঠিত