সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খান–বানিয়াড়া গ্রামে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা নাফিজা আঞ্জুমান খান। তিনি জানান, আগামী ১০ জানুয়ারি দুপুর ১২ টায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট ৮টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করবে। আয়োজক বা স্বাগতিক ইউনিয়নের কোনো দল সরাসরি অংশ নিচ্ছে না। ইতোমধ্যে দেশের বিভিন্ন ক্লাব ও ফুটবল একাডেমি অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি আরও জানান, টুর্নামেন্টে দেশি-বিদেশি নামিদামি খেলোয়াড়দের অংশগ্রহণের পাশাপাশি বাফুফে তালিকাভুক্ত রেফারিরা প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন। বর্ষসেরা আয়োজনে টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক ও ফুটবল তারকা জামাল ভূঁইয়া।
পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে সুজুকি জিক্সার মনোটন ১৫৫ সিসি, আর রানারআপ দল পাবে সুজুকি হায়াতে ১১০ সিসি। এছাড়াও টুর্নামেন্টজুড়ে সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।
খান-বানিয়াড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে এ টুর্নামেন্ট পরিচালিত হবে বলে জানানো হয়।
লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজক কমিটির প্রধান নুরে জামান পিয়াস বলেন, “আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। গ্রামবাসীর অর্থায়নে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে।”
তিনি আরও জানান, মাঠের আকার তুলনামূলক ছোট হওয়ায় ১১ জনের পরিবর্তে ৯ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে। ফুটবল টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে এলাকার কৃতিমান ব্যক্তিদের কথা উল্লেখ করে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আজাদ খান ও রফিকুল আলম চন্দন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
