বৃহস্পতিবার, 8 জানুয়ারী 2026
MENU
#
ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক বিকেলে
daily-fulki

ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক বিকেলে


স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‎জানা গেছে, দলটির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরবে।

‎‎আজ বুধবার বিকেল তিনটায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা এই বৈঠক করবেন। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলে আরও থাকবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সর্বাধিক পঠিত