বুধবার, 31 ডিসেম্বর 2025
MENU
#
রজব মাসের আইয়ামে বিজের রোজা ৩-৫ জানুয়ারি
daily-fulki

রজব মাসের আইয়ামে বিজের রোজা ৩-৫ জানুয়ারি


ফুলকি ডেস্ক : ইসলামে নফল ইবাদতের মধ্যে এমন কিছু আমল রয়েছে, যেগুলো অল্প হলেও সওয়াবে অত্যন্ত ভারী। আইয়ামে বিজের রোজা তেমনই একটি গুরুত্বপূর্ণ ও সহজ আমল। সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদের জীবনে আবার ফিরিয়ে দিলেন নুর, রহমত ও আত্মশুদ্ধির মোবারক দিন— আইয়ামুল বীজ। এই রোজার মাধ্যমে একজন মুমিন খুব সহজেই সারা বছরের রোজার সওয়াব অর্জন করতে পারে—যা হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত।

আইয়ামে বিজের রোজার তারিখ

বাংলাদেশ ও তার পাশ্ববর্তী দেশসমূহের জন্য আইয়ামে বিজের রোজা রাখার নির্ধারিত তারিখ—

০৩ থেকে ০৫ জানুয়ারি ২০২৫ইং মোতাবেক ১৩, ১৪ ও ১৫ রজব ১৪৪৭ হিজরি রোজ শনিবার, রোববার ও সোমবার।

তবে আরব দেশ ও ইউরোপে এর একদিন আগে থেকে আইয়ামে বিজের রোজা পালন করা হয়।

কেন আইয়ামে বিজের রোজা এত গুরুত্বপূর্ণ?

আইয়ামে বিজ বলতে বোঝায়— প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে। এই দিনগুলোতে রোজা রাখলে আল্লাহ তাআলা প্রতিটি নেক আমলের জন্য দশগুণ সওয়াব দান করেন। ফলে তিন দিনের রোজা হয়ে যায় ত্রিশ দিনের রোজার সমান।

সারা বছরের রোজার সওয়াব— কীভাবে?

নবিজী (সা.)–এর সুস্পষ্ট ব্যাখ্যা

يَا عَبْدَ اللَّهِ، يَكْفِيكَ أَنْ تَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا، فَذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ

‘হে আব্দুল্লাহ! তোমার জন্য যথেষ্ট যে, তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে। কেননা প্রতিটি নেক আমলের বদলে দশগুণ সওয়াব দেওয়া হয়। আর এভাবেই তা সারা বছরের রোজার সমান হয়ে যায়।’ (বুখারি ১৯৭৫, ৬১৩৪, মুসলিম ১১৫৯)

আইয়ামে বিজ—কোন তিন দিন?

নবিজী (সা.) উম্মতকে নির্দিষ্ট করে দিয়েছেন কোন তিন দিনে রোজা রাখা উত্তম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

يَا أَبَا ذَرٍّ، إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ فَصُمْ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ

‘হে আবু যার! তুমি যদি মাসে তিন দিন রোজা রাখতে চাও, তবে তেরো, চৌদ্দ ও পনেরো তারিখে রোজা রাখবে।’ তিরমিজি ৭৫৯, ৭৬১)

নবিজী (সা.)–এর নিয়মিত আমল

আইয়ামে বিজের রোজা ছিল নবিজী (সা.)–এর নিয়মিত আমল। হাদিসে পাকে এসেছে—

كَانَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يُفْطِرُ أَيَّامَ الْبِيضِ فِي حَضَرٍ وَلَا سَفَرٍ

‘নবিজী (সা.) আইয়ামে বিজের রোজা কখনো ছাড়তেন না— না মুকিম অবস্থায়, না সফরে।’ (নাসাঈ ২৩৪৭ ইফা)

ফরজ নয়, কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ

যদিও আইয়ামে বিজের রোজা অত্যন্ত মর্যাদাপূর্ণ—

> এটি ফরজ নয়

> উম্মতের ওপর বাধ্যতামূলক করা হয়নি

> তবে যারা নিয়মিত রাখে, তারা অল্প আমলে বিরাট সওয়াবের অধিকারী হয়

আইয়ামে বিজের রোজা হলো— সারা বছর রোজার সওয়াব পাওয়ার সহজ উপায়। নবিজী (সা.)–এর প্রিয় ও নিয়মিত সুন্নাহ। ব্যস্ত জীবনে নেকি অর্জনের সুবর্ণ সুযোগ। প্রতি মাসে মাত্র তিন দিন— আর সওয়াব পুরো বছরের! আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ আইয়ামে বিজের রোজা নিয়মিত পালনের তৌফিক দান করুন। আমিন।

 

সর্বাধিক পঠিত