আশুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

56

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া থানা আ.লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে আশুলিয়ার বগা বাড়ি এলাকায় এই কেক কাটা অনুষ্ঠান পালিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

ডা. এনামুর রহমান বলেন, আ.লীগের কর্ণধার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ১০৩তম জন্মবার্ষিকী। সারাদেশে একযোগে তা পালিত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা এবং স্মার্ট বাংলাদেশ গড়ার এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।

ফারুক হাসান তুহিন বলেন, সামনে জাতীয় নির্বাচন সবাইকে এক হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে। কোন অশুভ শক্তি বাধা হয়ে দাড়ালে তা প্রতিহত করতে হবে। আমরা আশাবাদী নৌকা বিপুল ভোটে জয় লাভ করবে। অনুষ্ঠানে নেতাকর্মী ও উপস্থিত আপামর জনতার জন্য গণভোজের আয়োজন করা হয়।