স্টাফ রিপোর্টার : ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে এসেছে রংপুর রাইডার্স। তবে ম্যাচটি তাদের জন্য মোটেও সহজ ছিল না। ইনিংসের শুরুতেই বিপদে পড়ে দলটি। প্রথম ৬ ওভারের মধ্যেই মাত্র ৩১ রান তুলতে গিয়ে সাজঘরে ফিরতে হয় রংপুরের তিন ব্যাটারকে।
এমন চাপের মুহূর্তে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটার ঢাকার বিপক্ষে খেলেন দায়িত্বশীল ইনিংস। ৪১ বলে ৫১ রান করে দলকে জয়ের পথে রাখেন তিনি। এই পারফরম্যান্সের জন্য টানা দ্বিতীয় ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জেতেন মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ! প্রথমত সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন ইনিংস খেলার শক্তি দেওয়ার জন্য। তবে দিন শেষে আমার মনে হয়, এটি আরও একবার প্রমাণ হলো যে ক্রিকেট আনপ্রেডিক্টেবল। ’
এর আগের ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন তিনি। নিজের ব্যাটিং ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সম্ভবত হ্যাঁ! এর আগে কয়েকবার এমন ব্যাটিং করেছি। তবে আলহামদুলিল্লাহ। ব্যাটিংয়ে ভালো একটা মোমেন্টাম পাচ্ছি। আশা করি, সামনের দিনগুলোতেও এমন খেলতে পারব ইনশাআল্লাহ।
