বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে একই দিনে ঢাকা আবাহনী জিতলেও ড্র করে পয়েন্ট খুঁইয়েছে দেশের আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল একই দিনে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দু’টি ভিন্ন ম্যাচে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই লাল কার্ডের ম্যাচে ঢাকা আবাহনী ২-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। জয়ী দলের হয়ে ড্যানিয়েল কলিনদ্রেস ও মেরাজ গোল দুটি করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন মোরিস। ম্যাচের ৪৫ মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন ঢাকা আবাহনীর সোহেল রানা। তবে দুই হলুদ কার্ডের সুবাদে মাঠ ছাড়তে হয়েছে রহমতগঞ্জের নয়নকে। অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে গোলশূণ্য ড্র করে মোহামেডান। দুই ম্যাচে চার পয়েন্ট ঢাকা আবাহনীর।