স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে সাভারের একটি মাদ্রাসায় এ কোরআন খতমের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল সৌরভসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
