সোমবার, 29 ডিসেম্বর 2025
MENU
#
মানিকগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে ফের এস এম আব্দুল মান্নান, জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা
daily-fulki

মানিকগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে ফের এস এম আব্দুল মান্নান, জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা


মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের কার্যালয়ে তিনি, তার দুই ছেলে ও সীমিতসংখ্যক দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস এম আব্দুল মান্নান বলেন, “২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়ককে আঞ্চলিক সড়কে রূপান্তর ও প্রশস্তকরণ, সড়কের ৮টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণ, ৪২ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন, বালিরটেক নদীতে বৃহৎ ব্রিজ নির্মাণসহ অসংখ্য কালভার্ট ও রাস্তাঘাট নির্মাণ করেছি।”
তিনি আরও বলেন, “আমি আশাবাদী, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ এলাকার জনগণ আবারও আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন।”
জাতীয় পার্টির দলীয় সূত্র জানায়, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতার চেয়ে ৪০ হাজার ৮২৯ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এস এম আব্দুল মান্নান।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেও মনোনয়নপত্র জমা না দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেও আওয়ামী লীগের পেশিশক্তির প্রভাবে ভোটের দুই দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরোনো ভোটব্যাংক ও সাংগঠনিক শক্তিকে পুঁজি করে এস এম আব্দুল মান্নানকে পুনরায় সংসদে পাঠাতে সক্রিয় হয়ে উঠেছেন জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
 

সর্বাধিক পঠিত