স্টাফ রিপোর্টার : সাভারে প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় ভিকটিমসহ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গামছা, একটি মাস্কিং টেপ ও অপহরণের পরে নেওয়া নগদ ৪০ হাজার টাকা।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোসাঃ জোসনারা বেগম (৩৯), টুটুল (৩৫), সুমন (৩৫) ও রফিক মিয়া (৪৫)।
গোয়েন্দা পুলিশ জানায়, হানি ট্যাপের মাধ্যমে গেন্ডা এলাকা থেকে মাসুম বেপারী নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে এই গ্রুপের সদস্যরা। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে ভোর রাতে গেন্ডা এলাকা থেকে চার অপহরণকারীকে গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করা হয়। এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এসআই কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গামছা, একটি মাস্কিং টেপ, তিনটি মোবাইল ফোন ও অপহরণের পরে ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ চল্লিশ হাজার টাকা। পরে সোমবার দুপুরেই গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
