শুক্রবার, 2 জানুয়ারী 2026
MENU
#
আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার : আশুলিয়া থানা পুলিশ ছাত্র জনতা হত্যা মামলায় স্থানীয় যুবলীগ নেতা মাহবুব সরকারকে (৩৮) গ্রেফতার করেছে।  শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব সরকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি মরহুম মনু সরকারের পুত্র ও তাঁজপুর এলাকার বাসিন্দা। 


তার বিরুদ্ধে সড়কের পাশে গত ১৩ নভেম্বর মাসে পার্কিং করা বাসে অগ্নি সংযোগের অভিযোগে আশুলিয়া থানায় মামলা নং ৫৪। এ ছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যা মামলা নং ৮৫সহ একাধিক মামলা রয়েছে।  

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরুধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার তদন্তের সূত্র ধরে মাহবুব সরকারকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,মাহবুব সরকার এলাকায় যুবলীগের রাজনীতিতে বেশ সক্রিয় ছিল। সে স্থানীয় অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এ ছাড়া মাহবুব সরকার তাজপুর এলাকার বহু মামলার আসামী বর্তমানে কারাবন্দি তজিবর ডাকাতের ঘনিষ্ট সহযোগী। তার গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান মাহবুব সরকারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ।
 

সর্বাধিক পঠিত