শুক্রবার, 2 জানুয়ারী 2026
MENU
#
সাভারে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
daily-fulki

সাভারে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: সাভারে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাভার সিটিজেন ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান। 


সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন এম কে টাওয়ার কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাব সদস্যরা কালো ব্যাজ ধারন করেন। মরহুমার স্মরণে আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন ক্লাব সদস্য হাফেজ কাজী আহমদ উল্লাহ। পরে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ক্লাবের সকল সদস্য দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করেন। 


ক্লাবের সাধারন সম্পাদক লায়ন মুহম্মদ আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় মরহুমার কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ  অনেকের মধ্যে বক্তব্য রাখেন সাভার সিটিজেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আবদুর রহমান,ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ রাসেল উদ্দিন প্রিন্স,প্রচার সম্পাদক সাংবাদিক নজমুল হুদা শাহীন,সাংস্কৃতিক সম্পাদক অমর চাঁদ মন্ডল,সদস্য প্রভাষক মোহাম্মদ হোসেন রানা,শামীমা জেসমিন ডেইজি,হাবিবুর রহমান হাবিব প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির ধর্ম বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হোসাইন উদ্দিন।
 

সর্বাধিক পঠিত