সোমবার, 29 ডিসেম্বর 2025
MENU
#
সিংগাইরে ভাসমান দুস্থদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
daily-fulki

সিংগাইরে ভাসমান দুস্থদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হিমেল বাতাস আর কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসন। শীতের তীব্রতা থেকে গরিব, ভাসমান ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়েছে।


রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজার এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজার এলাকার ফুটপাতের দোকানদার, দিনমজুর, ভাসমান অসহায় বৃদ্ধ ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে মোট ১০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ মানবিক উদ্যোগে অংশ নেন।


উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, “শীত মৌসুমে ভাসমান ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেউ যেন শীতে কষ্ট না পায়—সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
 

সর্বাধিক পঠিত