সোমবার, 29 ডিসেম্বর 2025
MENU
#
মানিকগঞ্জের তিন সংসদীয় আসনে ৩২ জনের মনোনয়নপত্র সংগ্রহ, জমা দিয়েছেন ২৭ জন প্রার্থী
daily-fulki

মানিকগঞ্জের তিন সংসদীয় আসনে ৩২ জনের মনোনয়নপত্র সংগ্রহ, জমা দিয়েছেন ২৭ জন প্রার্থী


মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে সোমবার (২৯ ডিসেম্বর) শেষ দিনে মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্র্ণিং অফিস সূত্রে জানা গেছে।
 

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়)
 

মানিকগঞ্জ-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা (স্বতন্ত্র), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. হেদায়েতুল্লাহ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী দিলীপ কুমার দাশ, মো. আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র), জনতা দলের মনোনীত প্রার্থী মো. শাহজাহান খান, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম।
 

মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার দুটি ইউনিয়ন)
 

মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মাঈনুল ইসলাম খান শান্ত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এস এম আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিন, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান নোমান (স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আব্দুল হক মোল্লা (স্বতন্ত্র) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী।
 

মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া)
 

মানিকগঞ্জ-৩ আসনে সর্বাধিক ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল (স্বতন্ত্র), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহা. দেলওয়ার হোসাইন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা (স্বতন্ত্র), প্রবাসী রফিকুল ইসলাম (স্বতন্ত্র), বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নূর, এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ফারুক হোসেন (স্বতন্ত্র), জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল বাশার বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সামসুদ্দিন।
 

সর্বাধিক পঠিত