ধামরাই প্রতিনিধি : ঢাকা-২০ আসন, ধামরাই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের আটজন ও স্বতন্ত্র প্রার্থী একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এরমধ্যে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আব্দুর রউফ, খেলাফত মজলিসের মো: আশরাফ আলী, জাতীয় পার্টির আহছান খান ও এনসিপির নাবিলা তাসনিদসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহ অফিসার খান সালমান হাবিব।
তবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে একজন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানতে পেরেছেন সহকারী রিটানির্ং অফিসার খান সালমান হাবিব। কিন্তু তিনি তার নাম জানাতে পারেননি।
