শুক্রবার, 2 জানুয়ারী 2026
MENU
#
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন না জাকের!
daily-fulki

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন না জাকের!


স্টাফ রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা সামনে রেখে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে জানা গেছে, আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা নাও পেতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে নির্বাচক প্যানেলের চূড়ান্ত করা তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়ে দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিসেম্বরের শেষ দিকে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওমান তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে।

বাকি দলগুলোও দ্রুত ১৫ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। সেই ধারাবাহিকতায় বিসিবি আগামীকালই বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করতে পারে।
নির্বাচকদের জমা দেওয়া স্কোয়াডে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে জাকেরের বাদ পড়ার সম্ভাবনা বেশ জোরালো।

পাশাপাশি বাঁহাতি স্পিন বিভাগে নাসুম আহমেদের সঙ্গে তানভীর ইসলামের নামও আলোচনায় রয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শুরুর অন্তত এক মাস আগে অংশগ্রহণকারী দলগুলোকে প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন পর্যন্ত প্রয়োজনে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকবে। সে হিসেবে বাংলাদেশ চাইলে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত দলে রদবদল করতে পারবে।


জানা গেছে, বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। এ জন্য ২৮ জানুয়ারি ভারতে পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের।

সর্বাধিক পঠিত