তেঁতুলঝোড়ায় ত্রিপলের নিচে মিললো রঙ মিস্ত্রির মরদেহ

44

স্টাফ রিপোর্টার : সাভারে একটি ত্রিপল ছাউনির ভেতর থেকে সম্রাট দেওয়ান (২৪) নামের এক রঙমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকার ভরারী মডেল টাউনের বালুর মাঠে ত্রিপল টাঙানো এক ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সম্রাট ফরিদপুরের নগরকান্দা থানার সূত্রাকান্দা গ্রামের লিটন দেওয়ানের ছেলে। তিনি হেমায়েতপুরের ফুলবাড়িয়া এলাকার ভরারী মডেল টাউনের ভেতরে থেকে রঙমিস্ত্রির কাজ করতেন।

সাভার মডেল থানার চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মওদুদ কামাল বলেন, স্থানীয়রা মাঠের মধ্যে থেকে ত্রিপলের নিচে সম্রাটের মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি নিহতের গলায় রশির আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরে আর কোথাও আঘাতে চিহ্ন নেই। ছাউনির ভেতর আমরা রশি ঝুলানো দেখতে পেয়েছি।

মৃত্যু কারণ হিসেবে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। কারণ ঘটনাস্থলে আমরা আত্মহত্যা করার আলামত পেয়েছি। বাকিটা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর জানা যাবে। মরদেহে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।