সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
MENU
#
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, চালক আটক
daily-fulki

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, চালক আটক


মানিকগঞ্জ প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে  সড়ক দুর্ঘটনায় আবির হোসেন  রওনক (২০) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪ টারদিকে উপজেলার ঋষিপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রওনক সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আমিনুর মেম্বারের ছেলে। তিনি একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, রওনক বাড়ি থেকে সিংগাইর বাজার এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় রওনককে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে নিয়ে যান।


সিংগাইর থানার ডিউটি অফিসার এসআই সাহিদা আক্তার জানান, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার গুরুতর আহত হন। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ চালককে আটক করা হয়েছে।


থানার ইমার্জেন্সি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ জানান, আহত হেলপারের নাম সুমন এবং আটক চালকের নাম শফিক।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

সর্বাধিক পঠিত