আর্জেন্টাইনদের অশ্লীল, অমার্জিত বললেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী

201

এমিলিয়ানো মার্টিনেজের কাছে শিরোপাবঞ্চিত হয় ফ্রান্স। আর্জেন্টাইন বাজপাখির নৈপুণ্যে টাইব্রেকার পরীক্ষায় ফেল করে দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ জিতে ফরাসিদের খুঁচিয়ে বুনো উদযাপন করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। কাটে গায়ে নুনের ছিঁটা সহ্য হয়নি ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমেলি ওউদে-কাস্তেরার। আর্জেন্টাইনদের সেলিব্রেশনকে অশ্লীল এবং অমার্জিত বললেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের পেনাল্টি মিসের পর বিশেষ ভঙ্গিতে নাচতে শুরু করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোপনাঙ্গে গোল্ডেন গ্লাভস ঠেকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি। ম্যাচশেষে এমি জানান, ফরাসিদের টিটকারির জবাব দিতেই এমনটা করেছেন তিনি। জয় উদযাপনের সময় ড্রেসিংরুমে হঠাৎ সবাইকে থামিয়ে দেন এমিলিয়ানো। এরপর বলেন, ‘এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা, যে মরে গেছে।’ এখানেই শেষ নয় বুয়েন্স আয়ার্সে ট্রফি প্যারেডে এমবাপ্পের ‘বেবি ডল’ নিয়ে হাস্যরস করেন এমি। ফরাসি রেডিও স্টেশন আরটিএলকে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমেলি ওউদে-কাস্তেরা বলেন, ‘আমাদের দল জানত, তারা শোভনীয় একটি লড়াই হেরেছে।