মঙ্গলবার, 23 ডিসেম্বর 2025
MENU
#
আগামীতে জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে: উপাচার্য
daily-fulki

আগামীতে জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে: উপাচার্য

জাবি প্রতিনিধি :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী বছর থেকে বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও  উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তারা এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন বিভাগ ও বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে, তা নির্ধারণে শিগগিরই বৈঠক করা হবে।’

 

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘এ বছর সময় স্বল্পতার কারণে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন সম্ভব হয়নি। আশা রাখছি, আগামী বছর অর্থাৎ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।’

 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ২১ ডিসেম্বর থেকে। ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org-তে পাওয়া যাবে।

সর্বাধিক পঠিত