ইতিহাসে কিছু নাম আছে, যেগুলো উচ্চারণ করলেই হৃদয়ে শ্রদ্ধার ঢেউ উঠে আসে, চোখের সামনে ভেসে ওঠে ত্যাগ, বিশ্বাস ও নিঃস্বার্থ আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁরা এমন মানুষ, যাঁদের জীবন শতভাগ পরিচালিত হতো পবিত্র কোরআনের বিধানের আলোকে, যাঁদের প্রতিটি শ্বাস-প্রশ্বাস ছিল আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য নিবেদিত। দুনিয়ার মোহ, ক্ষমতার লোভ কিংবা মৃত্যুর ভয়; কোনো কিছুই তাঁদের ঈমানকে টলাতে পারেনি। এমনই কিছু সৌভাগ্যবান মানুষের নাম স্বয়ং রাসুলুল্লাহ (সা.) তাঁর পবিত্র মুখে উচ্চারণ করেছেন- যাঁদের জন্য দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ ঘোষণা করা হয়েছে।
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ وَعُمَرُ فِي الْجَنَّةِ وَعُثْمَانُ فِي الْجَنَّةِ وَعَلِيٌّ فِي الْجَنَّةِ وَطَلْحَةُ فِي الْجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي الْجَنَّةِ وَسَعْدٌ فِي الْجَنَّةِ وَسَعِيدٌ فِي الْجَنَّةِ وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ فِي الْجَنَّةِ " .
আবদুর রহমান ইবনু আওফ (রা.) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, যুবাইর জান্নাতি, ’আবদুর রহমান ইবনু আওফ জান্নাতি, সা’দ ইবনু আবি ওয়াক্কাস জান্নাতি, সাঈদ জান্নাতি এবং আবু উবাইদাহ ইবনুল জাররাহ জান্নাতি। (তিরমিজি, হাদিস : ৩৭৪৭)
মহানবী (সা.)-এর দেওয়া এই সুসংবাদ কেবল শোনার জন্য নয়, বরং অনুসরণের জন্য। জান্নাতের এই সৌভাগ্যবান মানুষগুলো আমাদের শেখান; আল্লাহর পথে দৃঢ়তা, সত্যের পক্ষে অবিচলতা এবং রাসুল (সা.)-এর সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের শিক্ষা। আসুন, আমরা তাঁদের ঈমান, আমল ও চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করি; দুনিয়ার ক্ষণস্থায়ী মোহকে তুচ্ছ করে আখিরাতের চিরস্থায়ী সাফল্যের পথে অগ্রসর হই।
আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তাঁদের পদাঙ্ক অনুসরণ করার তাওফিক দান করেন এবং কিয়ামতের ময়দানে তাঁদের সঙ্গ লাভের সৌভাগ্য নসিব করেন। আমিন
