রবিবার, 14 ডিসেম্বর 2025
MENU
#
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি লিটন দাসের শ্রদ্ধা
daily-fulki

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি লিটন দাসের শ্রদ্ধা


স্টাফ রিপোর্টার : আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কজনক দিন। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের ঠিক আগ মুহূর্তে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী সুপরিকল্পিতভাবে হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর এই দিনে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

দিবসটি উপলক্ষে এক ফেসবুক পোস্টে লিটন দাস লিখেছেন, 'যাদের কণ্ঠ থামিয়ে দেওয়া হয়েছিল, মৃত্যু কি আর তাদের চিন্তা থামিয়ে দিতে পারে? সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা।'


নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের একেবারে শেষপ্রান্তে, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুদিন আগে জাতিকে মেধাশূন্য করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে তালিকা ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

পরদিন সকালে মিরপুর ও রায়েরবাজারের ডোবা-নালা ও ইটের ভাটায় তাদের বুলেটবিদ্ধ ও ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। ১৯৭২ সালে প্রকাশিত বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, এ সময় শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ছিল প্রায় এক হাজার ৭০ জন।

শহীদদের স্মরণে ঢাকার মিরপুরে ও পরবর্তীতে রায়েরবাজারে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায়ক ও শোকের আবহে দিবসটি পালিত হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

সর্বাধিক পঠিত