গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেডে নামে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে কারখানা থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করেছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
