স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই খবর নিশ্চিত করে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের সব খেলোয়াড়, দর্শক ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত সবার নিরাপত্তা নিশ্চিত করাটাই গুরুত্বপূর্ণ। তাই বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, ব্যাপক জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠানের (উদ্বোধনী) আয়োজন করা হবে না।
বিপিএল সিলেটে শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন ২৫ ডিসেম্বর। ওই সময় ঢাকায় সারা দেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা কঠিন হতো।
বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ‘নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত আমরা। বাস্তব পরিস্থিতি আমাদের সবাইকে বুঝতে হবে। তাই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বিপিএল শুরু নিয়ে কোনো সংশয় নেই।
