ধামরাই প্রতিনিধি : ঢাকা ২০ সংসদীয় আসন, ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব তমিজ উদ্দিন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি। দলীয় সূত্র জানায়, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আলহাজ্ব তমিজ উদ্দিনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। ধামরাই পৌরসভা সভার বাসিন্দা ঢাকা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, আলহাজ্ব তমিজ উদ্দিন ইতোমধ্যে বিএনপির কেন্দ্র থেকে মনোনয়ন চিঠি হাতে পেয়েছেন।
তিনি বলেন, মনোনয়ন চিঠি পাওয়ার মধ্যদিয়ে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে। এ খবরে ধামরাই বিএনপিতে আনন্দ উৎসাহের খবর পাওয়া গেছে।
মনোনয়ন ঘোষণার খবরে ধামরাই উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, আলহাজ্ব তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর মনোনয়নে ধামরাইয়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে বলে তারা আশা প্রকাশ করেন। মনোনয়ন ঘোষণার পর সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভোটারদের অনেকে মনে করছেন, অভিজ্ঞ ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আলহাজ্ব তমিজ উদ্দিন এলাকার সমস্যা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এদিকে বিএনপির মনোনয়ন চূড়ান্ত হওয়ায় ঢাকা-২০ আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। আগামী দিনে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
