শুক্রবার, 26 ডিসেম্বর 2025
MENU
#
তারেক রহমানকে ভোটার করে নিতে প্রস্তুত ইসি
daily-fulki

তারেক রহমানকে ভোটার করে নিতে প্রস্তুত ইসি


স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার করে নিতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। তিনি যেখানে চাইবেন সেখানেই তাকে ভোটার করে নেওয়া হবে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন।

এর আগে দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় সঙ্গত কারণে ভোটার হতে পারেননি তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। সেজন্য তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ বিষয়ে বলেন, তারেক রহমানের ভোটার হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি৷ তিনি কোথায় ভোটার হবেন তা সময়মতো জানানো হবে।

সর্বাধিক পঠিত