শুক্রবার, 26 ডিসেম্বর 2025
MENU
#
১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান
daily-fulki

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান


স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর পর তিনি সমাধিস্থলে পৌঁছান।

এর আগে দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ১৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তিনি।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন তারেক রহমান।

সেখানে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা।
বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমানের সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তারেক রহমান।

সর্বাধিক পঠিত