বৃহস্পতিবার, 25 ডিসেম্বর 2025
MENU
#
হাদি হত্যা: ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের স্বীকারোক্তি
daily-fulki

হাদি হত্যা: ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের স্বীকারোক্তি


স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের দুজন বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় পৃথকভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করা হয়।


এ সময় আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ আসামি সামিয়া ও ওয়াহেদের এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন আসামি লিমার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

গত ১৪ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর গত ১৫ ডিসেম্বর এই তিনজনের প্রথম দফায় ৫ দিন ও ২০ ডিসেম্বর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 
গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।


পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। ২০ ডিসেম্বর দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্মরণকালের সর্ববৃহৎ জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।
গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর এটি হত্যা মামলায় রূপান্তর হয়।

সর্বাধিক পঠিত