বৃহস্পতিবার, 25 ডিসেম্বর 2025
MENU
#
মানিকগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে একের পর এক মনোনয়নপত্র ক্রয়, বিএনপিতে চরম অস্থিরতা
daily-fulki

মানিকগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে একের পর এক মনোনয়নপত্র ক্রয়, বিএনপিতে চরম অস্থিরতা

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে বিএনপির রাজনীতিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে বিভাজন, অনাস্থা ও সম্ভাব্য বিদ্রোহ এখন প্রকাশ্য। ভোটের প্রস্তুতির চেয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়ই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।


মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির। তবে একই আসনে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক (তোজা) এবং প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার আকবর হোসেন বাবলু নিজেকে ‘বিএনপি প্রার্থী’ পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলে দলীয় শৃঙ্খলা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।


এ বিষয়ে এসএ জিন্নাহ কবির বলেন,“খোন্দকার আকবর হোসেন বাবলু দলীয় প্রার্থী পরিচয়ে মনোনয়ন সংগ্রহ করতে পারেন না। এটি দলীয় শিষ্টাচার পরিপন্থী। নির্বাচন কর্মকর্তারও তাকে দলীয় প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই।”


মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মঈনুল ইসলাম খান। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। এ ছাড়া উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের একটি অংশ এখনো দলীয় প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় হয়নি, যা দলীয় ঐক্যের ঘাটতির ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া ও সদর উপজেলা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম দলীয় প্রার্থী হলেও একই আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ আসনেও দলীয় বিভাজন প্রকাশ্যে এসেছে।


জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে আরও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
সব মিলিয়ে মানিকগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের প্রস্তুতির চেয়ে বিএনপির ভেতরের দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট ও সম্ভাব্য বিদ্রোহই এখন বেশি আলোচনায়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে একের পর এক মনোনয়ন ক্রয় বিএনপির সাংগঠনিক ঐক্যকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে—তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

সর্বাধিক পঠিত