সিংগাইরে উচ্ছেদ মামলা চলমান অবস্থায় জমিতে ঘর তুলে পুনঃদখলের চেষ্টা

52

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : নালিশী ভূমিতে বাউন্ডারি দেয়াল উচ্ছেদের দেওয়ানী মামলা থাকা সত্ত্বেও পুনরায় ওই জায়গায় ঘর তুলে দখলের পায়তারা চলছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা মৌজায়। অবৈধ দখল ঠেকাতে মামলার বাদী পূর্ববাস্তা গ্রামের তিলামুদ্দিনের পুত্র মো. ফারুক হোসেন আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেছেন বলে জানা গেছে।

গত ৫ মার্চ সিংগাইর মানিকগঞ্জ সহকারি জজ আদালতে ওই জায়গার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন। মামলায় বিবাদী করা হয়েছে একই গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র তারেক হোসেন, মিঠুন হোসেন, সিদ্দিক হোসেন ও মৃত কফিল উদ্দিনের পুত্র সাইদ এবং তার ছেলে সোহাগ ওরফে শামীমকে। আদালত মামলাটি শুনানীর জন্য দিন ধার্য্য রেখেছেন বলে জানা গেছে। এরই মধ্যে একাধিকবার ওই জায়গায় ঘর তুলে দখলের চেষ্টা করছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

সরেজমিন বুধবার (১৫ মার্চ) এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বিরোধপূর্ণ ওই জায়গা বিবাদীরা পুনরায় দখলের চেষ্টা করে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বাদী ফারুকের পিতার থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

ওই এলাকার আব্দুল ওহাব মিয়া, ফিরোজ মুন্সী ও হুকুম আলীসহ একাধিক ব্যক্তি জানান, রাতের আঁধারে তারেক হোসেন গং ওই জায়গায় ঘর তোলার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিছু হটে তারা। য়ে কোনো সময় বিরোধপূর্ন ওই জায়গায় বিবাদীরা দখল নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

মামলার বাদী মো. ফারুক হোসেন বলেন, পূর্ব বাস্তা মৌজায় আরএস-৩৫৬ নং দাগে পৌনে ৯ শতাংশ জায়গা ক্রয় করে নামজারী ও জমাভাগ সম্পন্ন করি। বিবাদীরা রাতের আঁধারে ওই জায়গায় বাউন্ডারি দেয়াল নির্মাণ করে। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে সেখানে তারা হাজির হননি। পরে আমি আদালতের শরনাপন্ন হয়ে ওই বাউন্ডারি দেয়াল উচ্ছেদের মামলা করি। মামলা চলমান অবস্থায় তারা দফায় দফায় দখলের চেষ্টা করছে। বিবাদী তারেক হোসেন গং দ্বারা যে কোনো সময় জান মালের ক্ষতির আশংকা করছেন ফারুক হোসেন।

এদিকে, বিবাদী তারেক হোসেন বলেন, জায়গা পুনঃদখলের ঘটনা সত্য নয়। আদালতে চলমান উচ্ছেদের মামলার রায় যা হয় আমরা মেনে নিব।

সিংগাইর থানার ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, তারেক হোসেন গং নিজেদের জায়গা দাবী করে ঘর তোলে দখলের চেষ্টা করেছিলো। দু’পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।