শুক্রবার, 11 জুলাই 2025
MENU
daily-fulki

ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার আগে সারাদেশে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের (২০২৪) পাসের হার ৮৩.০৪ শতাংশের তুলনায় ১৪.৫৯ শতাংশ কম। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

এবারের পরীক্ষায় পাসের হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রাজশাহী আর সর্বনিম্ন পাসের হার বরিশালে বোর্ডে।  এই দুই বোর্ডের পাসের হার যথাক্রমে ৭৭ দশমিক ৬৩ ও ৫৬ দশমিক ৩৮। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ।

জানা গেছে, চলতি বছর ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন শিক্ষার্থী। পাস করেছেন ২ লাখ ৫৬ হাজার ৩৯ জন। ফেল করেছেন ১ লাখ ২৩ হাজার ২০৮ জন।

উল্লেখ, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীনে বসেছিলেন ১৯ লাখ ৪ হাজার ৮৬জন শিক্ষার্থী। তিন হাজার ৭১৪ কেন্দ্রে ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে।

এসব পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিলেন ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন, ছাত্র নয় লাখ ৫১ হাজার ৬৯৭ জন। তাদের মধ্যে ছয় লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী ও ছয় লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র পাস করেছে। 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত