শুক্রবার, 4 জুলাই 2025
MENU
daily-fulki

চার দিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

মানিকগঞ্জ ১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

 

আদালতের বিচারক উভয় পক্ষের শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানী করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামীপক্ষে রিমান্ড আবেদন নামঞ্জুর পূর্বক জামিনের প্রার্থণা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

 

উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ ১ নির্বাচনী আসন গঠিত। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকার টিকিটে এমপি হন দুর্জয়।

৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেফতার করে।

এছাড়াও দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানী হবে।


News Writer

SB

সর্বাধিক পঠিত