শনিবার, 5 জুলাই 2025
MENU
daily-fulki

নিউ মন্নু ফাইন কটন মিলের নথি তলব দুদকে

গাজীপুর প্রতিনিধি : একটি দৈনিকের  প্রিন্ট ভার্সনে দুর্নীতির সংবাদ প্রকাশের পর টঙ্গীতে অবস্থিত নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেডের সব নথি তলব করে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ৭ জুলাই এসব নথিপত্র জমা দিতে বলা হয়েছে। ২০০১ সাল থেকে সব নথি জমা দেওয়ার কথা বলা আছে তলব নেটিশে। 

 

শুক্রবার (৪ জুলাই) নোটিশটি পাওয়া গেছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দুর্নীতি তদন্তে এ নোটিশ দেন। 

২০২৪ সালের ১৬ মার্চ প্রকাশিত ‘টঙ্গীর নিউ মন্নু ফাইন কটন মিলস, শ্রমিক মালিকানায় আসার ২৩ বছরেও চালু হয়নি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, দুদকের নোটিশ পেয়েছি। চাহিদা মোতাবেক কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। সময়মতো নথিপত্র জমা দিতে চেষ্টা করছি। 

নোটিশে বলা হয়, এতদ্বারা জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন স্বাক্ষরকারীকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ- হারুন অর রশিদ, চেয়ারম্যান, নিউ মনু ফাইন কটন মিলস লিমিটেড, টঙ্গী, গাজীপুর ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুস, সরকারি অর্থ আত্মসাৎ, কর ফাঁকি, ঋণের অর্থ আত্মসাৎ, শেয়ার সদস্যদের অর্থ লুটপাটসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ।


News Writer

SB

সর্বাধিক পঠিত