শুক্রবার, 11 জুলাই 2025
MENU
daily-fulki

সাভারে হুজুরের ছদ্মবেশে মাদক বিক্রি, কারবারি ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : সাভারে হুজুরের ছদ্মবেশে মাদক বিক্রির সময় মো. জালাল আহমেদ (৬৩) নামে এক শীর্ষ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (১১ জুলাই) সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য জানান। 

এর আগে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকার এসএ পরিবহনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদককারবারি মো. জালাল আহমেদ কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। বর্তমানে তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক বিক্রি করে আসছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ‘হুজুরের ছদ্মবেশে জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালাচ্ছিলেন। বেশ-ভূষা দেখে তাকে সন্দেহ করার বিন্দুমাত্র উপায় নেই।

 

পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় তাকে আতর মেখে পাক-পবিত্র হয়ে ঘুরাফেরা করতে দেখত এলাকাবাসী। অথচ এই বেশের আড়ালে তিনি ছিলেন ইয়াবার পাইকারি বিক্রেতা।’

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জালাল মাদক ব্যবসার কথা অকপটে স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনেন।

 

পরে সেগুলো সাভারের কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি মূল্যে সরবরাহ করেন।

 

ছদ্মবেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 


 

 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত