আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের চলমান এইচএসসি মানবিক বিভাগের ১৮৬ জন শিক্ষার্থীর প্রবেশ পত্রে পরিসংখ্যান, ভূগোল এবং সমাজকর্ম বিষয় না এসে অন্য বিষয় আসায় প্রতিষ্ঠানটির গেইটে ভুক্তভোগী শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথমে মানববন্ধন পরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে।
শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের চলমান এইচএসসি মানবিক বিভাগের ১৮৬জন শিক্ষার্থী বিগত দুই বছর পরিসংখ্যান, ভূগোল এবং সমাজকর্ম বিষয় পড়াশুনা করেন এবং ফরমও পূরণ করেন। কিন্তÍু বোর্ড পরীক্ষা পরীক্ষা শুরুর আগেরদিন রাতে কলেজে থেকে তাদের জানানো হয় তাদের প্রবেশপত্রে ইসলামের ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি আসছে। পরে এর প্রতিবাদে শিক্ষার্থীরা সারা বছর যে বিষয়ে পড়াশুনা করেছে তা না এসে, অন্য বিষয় প্রবেশপত্রে আসায় সকাল থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে।
শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠানটির শিক্ষকদের অবহেলা এবং ভুলের কারণে ২৮৬জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিচ্ছিত হয়ে পড়েছে। আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা ১৮৬জন। আমাদের কোন ভুল নেই। যা ভুল করেছে, তা ঢাকা শিক্ষা বোর্ড করেছে।
ভুক্তভোগী মানবিক বিভাগের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন অভি জানান, তাদের ২৮৬ জন ছাত্র/ছাত্রী বিগত দুই বছর পরিসংখ্যান, ভূগোল এবং সমাজকর্ম বিষয় নিয়ে পড়াশুনা করে আসলেও বোর্ড পরীক্ষা শুরুর আগের দিন রাত কলেজ থেকে তাদের জানানো হয়, তাদের রেজিস্ট্রেশনে ইসলামের ইতিহাস, পৌরনীতি এবং অর্থনীতি আসছে। শিক্ষার্থীরা বলছেন যে বিষয়ে আমরা পড়িনি, সে বিষয় কিভাবে পরীক্ষা দিব।
আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান জানান, আমাদের কোন ত্রুটি নেই। যা ভুল করেছে, তা ঢাকা শিক্ষা বোর্ড করেছে। তিনি আরো বলেন, আমরা ঢাকা শিক্ষা বোর্ড এবং মন্ত্রণালয়কে ব্যাপার জানিয়েছি, আশা রাখি আগামী ১৫ জুলাই এর আগে সমাধান করতে পারব। শিক্ষার্থীদের আমরা ধৈর্যধারন করার জন্য বলেছি।