স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে চাকরি ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর সব বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধ করতে এবং আগামী ৩০ দিনের মধ্যে কাজে যোগদানের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ উদ্দিন একটি রিট আবেদন করেন, যার চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ আসে।
শরীফ উদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান দোলন বলেন, ২০২২ সালে চট্টগ্রামে একটি ভূমি অধিগ্রহণ প্রকল্পে দুর্নীতির প্রতিবেদন দেওয়ার পর থেকেই শরীফ উদ্দিনকে নানাভাবে হয়রানি করে আসছিল দুদক। তাকে একাধিকবার শোকজ করা হয় এবং শেষমেশ চাকরি থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি ন্যায্যতার স্বীকৃতি পেলেন।
রায়ের প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, “সাড়ে তিন বছর ধরে আমি এই লড়াই চালিয়েছি। আজ চাকরি ফিরে পেয়ে মনে হচ্ছে, আমার সব কষ্ট সার্থক হয়েছে।”
চাকরি ফিরে পেতে ২০২৩ সালের ৭ আগস্ট দুদকের সচিব বরাবর আবেদন করেন শরীফ। সে সময় তিনি দুদক কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেন।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শরীফ উদ্দিন। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে একাধিক আলোচিত দুর্নীতির তদন্ত করেন তিনি। পরে তাকে বদলি করা হয় পটুয়াখালীতে। এরপর ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।