শুক্রবার, 4 জুলাই 2025
MENU
daily-fulki

একদিনে ডেঙ্গু আক্রান্ত ৪১৬, মৃত্যু ১ জনের

বর্ষার শুরুতেই ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

 

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১৬ জন।

 

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে।

প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৫ জন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এরপর রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৫ জন, ঢাকার বাইরের ঢাকা বিভাগে ৫৫ জন, রাজশাহীতে ৫১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৯ জন, চট্টগ্রামে ২৩ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহে ১০ জন।

অবস্থার কিছুটা স্বস্তিদায়ক দিক হলো— গত এক দিনে ৩৩২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ৭৪১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের ২ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮ জনে। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

তবে স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে জানায়, ডেঙ্গুর প্রকোপ বাড়ার প্রবণতা রয়েছে। কারণ ২০২৩ সালে, দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু প্রাণহানির রেকর্ড হয়। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, আর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত (আংশিক তথ্য অনুযায়ী) আক্রান্তের সংখ্যা এক লাখ ১ হাজার ২১৪ এবং মৃতের সংখ্যা ৫৭৫ জন।


News Writer

SB

সর্বাধিক পঠিত