শুক্রবার, 11 জুলাই 2025
MENU
daily-fulki

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪০৬ রোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু


স্টাফ রিপোর্টার : প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন ডেঙ্গু রোগী।


বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগের ৪ জন,  খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুৃর বিভাগে ৫ জন, সিলেটে ২ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১২ হাজার ২২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১লা জানুয়ারি থেকে ৯ই জুলাই পর্যন্ত সবমিলিয়ে ১৩ হাজার ৫৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৯ দশমিক ২ শতাংশ এবং নারী ৪০ দশমিক ৮ শতাংশ। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯৫ জন। যা মোট আক্রান্তের ৪৩ শতাংশের বেশি। এরমধ্যে উপকূলীয় জেলা বরগুনায় রয়েছে ৩ হাজার ৪৬৩ জন। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২ জনের। এরমধ্যে বরিশাল বিভাগেই মারা গেছেন ১৫ জন ডেঙ্গু রোগী।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত