শনিবার, 5 জুলাই 2025
MENU
daily-fulki

সিংগাইরে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে প্রস্ততিমূলক সভা

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :   মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের "প্রাক্তন ছাত্র পরিষদ" গঠনের লক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । 


শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে  বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন ছাত্র- ছাত্রীবৃন্দের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 


এসএসসি ১৯৮৬ ব্যাচের ছাত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য মফিজুল ইসলাম পথিকের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ১৯৭০ ব্যাচের কৃতি ছাত্র বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. বজলুল হক বিশ্বাস।

 

সভাপতির স্বাগত বক্তব্য শেষে সরকারি - বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত চাকরিজীবি এবং এসএসসি বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন - জাহিদুর রহমান বিশ্বাস,দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, কাশীনাথ সরকার, ডা. কৃষ্ণ দাস মন্ডল,ইঞ্জিনিয়ার হরিপদ সরকার, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, মোতাহার হোসেন,ছলিম উল্লাহ,জিল্লুর রহমান বিশ্বাস অপূর্ব,  আব্দুর রহিম কোম্পানি, মজিবুর রহমান বিশ্বাস ও মোহসীনুর রহমান প্রমুখ।

 

সভায় ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠেয় পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন  দিক নিয়ে  আলোচনা হয়। এতে প্রস্তুত কমিটিতে  জাহিদুর রহমান বিশ্বাসকে প্রধান পৃষ্ঠপোষক,মোতাহার হোসেনকে আহ্বায়ক ও মতিয়ার রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। সভায় ওই স্কুলের এসএসসি ১৯৬৯ সালের ব্যাচ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত দু শতাধিক  সাবেক শিক্ষার্থী  আলোচনা সভায় অংশ নেন।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত