মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিতে হট্টগোল করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
সোমবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেফতার করে সাটুরিয়া থানার পুলিশ। এরপর সন্ধ্যায় থানায় এসে হট্টগোল করেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
স্থানীয় ব্যবসায়ী নুরুল আমিন বলেন, একাধিক মামলায় সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি হেলাল উদ্দিন ও উপজেলা সদর ইউনিয়নের ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর রাব্বির পরিবারের সদস্য ও তার অনুসারীরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে থানা ঘেরাও করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, আমরা আজ বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা ও কর্মীকে গ্রেফতার করি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন এসে থানার সামনে হট্টগোল করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।