আলিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে: নওয়াজুদ্দিন

120

বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেছেন, আমি আর আলিয়া একসঙ্গে থাকছি না, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। সিদ্দিকী তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে এক পোস্টে বিষয়টি খোলাসা করেন।

নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ নিয়ে গণমাধ্যমে নানা ধরনের খবর আসছিল। আলিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এমনকি নওয়াজুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও করেছেন তিনি।

অবশেষে নীরবতা ভাঙলেন এই বলিউড অভিনেতা। ইনস্টাগ্রাম পোস্টের শুরুতেই তিনি বলেন, এটা কারও বিরুদ্ধে অভিযোগ নয় বরং নিজের বিষয়ে বলা।

নওয়াজুদ্দিন বলেন, কয়েক মাস ধরে তাকে ‘বাজে মানুষ’ হিসেবে তুলে ধরা হলেও সন্তানদের কথা ভেবে এত দিন চুপ ছিলেন।

তিনি বলেন, আমি আর আলিয়া কয়েক বছর ধরে একসঙ্গে থাকছি না। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে, তবে বিচ্ছেদ হলেও সন্তানদের কথা ভেবে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে।