শনিবার, 27 ডিসেম্বর 2025
MENU
#
সিংগাইরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইয়ের ছেলের ইটের আঘাত, চাচার মৃত্যু
daily-fulki

সিংগাইরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইয়ের ছেলের ইটের আঘাত, চাচার মৃত্যু


মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের ছেলের ছোড়া ইটের আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।


নিহতের নাম আমির খান (৫৫)। তিনি দক্ষিণ জামশা গ্রামের হোসেন খানের ছেলে এবং তিন সন্তানের জনক। অভিযুক্ত ভাতিজা ফয়সাল খান রিফাত (২২), তিনি আমির খানের সৎ ভাই খোরশেদ খানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমির খান ও তার সৎ ভাইয়ের ছেলে ফয়সাল খান রিফাতের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে গাছের ডালপালা কাটা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


নিহতের পরিবারের অভিযোগ, উত্তেজনার একপর্যায়ে ফয়সাল খান রিফাত ইট ছুড়ে মারলে আঘাত পেয়ে আমির খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অভিযুক্ত রিফাতের পরিবারের দাবি, সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তাদের ভাষ্যমতে, তর্ক-বিতর্কের মধ্যেই আমির খান স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে ওয়ালের পেছন থেকে ঢিল ছোড়া হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


ঘটনার পর থেকেই অভিযুক্ত ফয়সাল খান রিফাত পলাতক রয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
 

সর্বাধিক পঠিত