সাভারের এনাম মেডিকেলে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী ট্রেড ইউনিয়ন। এসময় তারা নতুন কর্মসূচী ঘোষণা করেন তারা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শেষে তারা নতুন কর্মসূচী ঘোষণা করেন।
এসময় বিক্ষোভকারীরা বলেন, কতৃপক্ষের কাছে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো হস্তান্তর করি। এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ নেননি। ফলে নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হই। আজ সকাল সাড়ে ১১ টায় একটি ১ ঘন্টার একটি আল্টিমেটাম দেই ।
এর পরেও কতৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেননি। ফলে আগামীকাল থেকে সকল স্টাফরা কর্মবিরতি পালন করবেন। এসময় হাসপাতালের সকল স্টাফ-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার কাদীর নাজিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।