আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্ন কর্মীসহ তিন শ্রমিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি, গ্রেফতার ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েকটি শ্রমিক সংগঠন। এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কঠর আন্দোনের হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকায় প্যান প্যাসিফিক তেল পাম্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, মালিকের উদাসীনতার কারণে একজন পরিচ্ছন্ন কর্মী ও কারখানায় কর্মরত দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা কিভাবে সেপটিক ট্যাংকের ভিতর গেল?
আমরা ধারনা করছি জোরপূর্বক তাদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিকেল তিনটার দিকে নিখোঁজ হয় শ্রমিকরা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। সাথে সাথে কেন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো না? কাজেই এটা স্পষ্ট যে এখানে অসৎ উদ্দেশ্য রয়েছে। তাই অনতিবিলম্বে দায়ীদের দ্রুত গ্রেফতারসহ নিহতের পরিবারকে আজীবন ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা ।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা সরোয়ার হোসেন, তুহিন চৌধুরী, ইব্রাহিম, ইমন শিকদার, আশিক সরকার, রাকিবুল ইসলাম সোহাগ, কবির হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, মাহাবুব আলম বাচ্চু, তাজরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার বিকেল তিনটার দিকে আল রহমান নিট ফ্যাশন্স (বিডি) লিমিটেড নামের পোশাক কারখানার সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হয় একজন পরিচ্ছন্ন কর্মীসহ কারখানার দুই শ্রমিক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ওই শ্রমিকদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।