বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ভৈরবে ১৬ ছিনতাইকারী গ্রেফতার

ফুলকি ডেস্ক : ভৈরবে পুলিশের অভিযানে ১৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে।

 

গ্রেফতাররা হলেন- দুলাল (৪৫), জনি (২৬), মোস্তফা (৪২), ফরহাদ (২৫), মনির হোসেন (২৮), নামিন (২০), শাহিন (২১), সুমন (২৮), বিজয় (২৭), সানি (৩০), বিল্লাল (২০), রনি (৩২), হৃদয় (২৫), ফুল মিয়া (৩৬), সোহেল (২৮), ওসমান (১৮)।

ভৈরব থানার ওসি খন্দকার ফূয়াদ রুহানী জানান, শহরে চুরি, ছিনতাই, মাদক আসক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাতভর অভিযান চালানো হয়। এ সময় ১৬ অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে কারো কারো নামে থানায় ছিনতাই মামলা আছে। একজন ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। কয়েকজনের নামে নতুন মামলাও হয়েছে।

সর্বাধিক পঠিত