সোমবার, 4 আগস্ট 2025
MENU
daily-fulki

শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

ফুলকি ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে স্লোগানে মুখর রাজধানীর শাহবাগ এলাকা। বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। খালেদা জিয়া, তারেক রহমান ও নিজ সংগঠনের নামে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

 

রোববার আড়াইটার পর শাহবাগের চিত্র এটি।এই সমাবেশ ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ। 

 

বিকাল ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি নামে।বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন।

সর্বাধিক পঠিত